বুধবার ২১ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতেই উদ্বোধন, শিলিগুড়িতে পথ চলা শুরু টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুলের

AD | ১৯ মে ২০২৫ ১৯ : ৫২Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে শিলিগুড়িতে উদ্বোধন হল টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুল। সিটি সেন্টারের কাছে হিমাচল বিহারে বিশাল এলাকা জুড়ে আন্তর্জাতিক পরিকাঠামোয় তৈরি হয়েছে এই স্কুল। শুধু ঝা চকচকেই নয়, এই স্কুল নজর কাড়ছে এখানকার পড়াশোনার মানেও। নিয়মানুবর্তিতায় অভিভাবকদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে এই আন্তর্জাতিক মানের মেয়েদের স্কুলটি। যাঁদের সন্তানদের দেশে থেকেই অস্ট্রেলিয়া-সহ বিদেশী বিশ্ববিদ্যালয়ের পড়াতে চাইছেন, তাঁদের জন্য বড় সুযোগ এনে দিয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। মুখ্যমন্ত্রীও এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। 

জানা গিয়েছে, এই ওয়ার্ল্ড স্কুলে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনার সুযোগ রয়েছে। বিশ্বমানের এই স্কুল শিলিগুড়ির শুধু নয়, উত্তরবঙ্গ ও দেশেরও গর্ব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশি পড়ুয়ারা এখানে ভর্তি হচ্ছে। মেয়েদের জন্য এই আবাসিক স্কুলটি অন্য সাধারণ স্কুলের থেকে শিক্ষার মানে যথেষ্ট আলাদা। দেশ-বিদেশে ছাত্রছাত্রীদের নিজের জায়গা তৈরি করতে অগ্রণী ভূমিকা রাখবে এই স্কুল। 

সোমবার শিলিগুড়িতে এসে উত্তরবঙ্গ শিল্প সম্মেলনে দীনবন্ধু মঞ্চ থেকে ভার্চুয়ালি এই স্কুলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে সকলের সামনে মুখ্যমন্ত্রী বলেন, "শিলিগুড়িতে টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুল উদ্বোধন করলাম। নারীশিক্ষায় অবদানের জন্য অভিনন্দন জানাই সত্যম রায় চৌধুরীকে। এখানে রয়েছে ও। অনেকগুলো স্কুল, অনেকগুলো হাসপাতাল, কলেজ করেছে। আজকে যুক্ত হচ্ছে এই ওয়ার্ল্ড স্কুল। মেয়েদের জন্য এটা উচ্চমাধ্যমিক পর্যন্ত আবাসিক স্কুল, হোস্টেল। খুব ভাল, অনেক ধন্যবাদ, অভিনন্দন সত্যমকে। বলব ভাল করে চালাতে।" তিনি আরও বলেন, "সত্যমের আগ্রহ আছে এসব করার। ১৫টি ক্যাম্পাস করেছেন উত্তরবঙ্গে। আরেকটা ফ্যাশন নিয়ে পড়াশোনার জন্য কোর্স করতে বলেছি। তার কারণ হচ্ছে এখানকার ছেলেমেয়েরা খুব স্মার্ট। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি তারপর ওদিকে মিরিক থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তাঁরা এই নিয়ে আগ্রহী। আমি কেন করতে বলছি , কারণ ফ্যাশন নিয়ে একটা কোর্স করলে তাঁরা যে কোনও জায়গায় চাকরি করতে পারবে। কারণ আমার একটা অভিজ্ঞতা আছে এনিয়ে।"

এদিন সম্মেলনে টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা তথা ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী বলেন, "২৬ বছর আগে ১৯৯৯ সালে আমি প্রথম শিলিগুড়িতে কাজ শুরু করেছিলাম। শিলিগুড়ি ইন্সটিউট অফ টেকনোলজি(এসআইটি) তৈরি হয়। তখন উত্তরবঙ্গে একটিই ইঞ্জিনিয়ারিং কলেজ, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। দ্বিতীয় ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে এসআইটি কাজ শুরু করে। তারপরে প্রতিটি জেলায় গিয়ে আমি উত্তরবঙ্গে কভার করেছি। আজকে উদ্বোধন হল টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুল। এই ক্যাম্পাস মিলে উত্তরবঙ্গে ১৫টি ক্যাম্পাস। একইসঙ্গে আমাদের গ্রুপের ১০৩টি ক্যাম্পাস হল।" তিনি আরও বলেন, "দিদি একটা খুব বড় কাজ করে দিয়েছেন। যেটা হয়েছে আর একটি ইউনিভার্সিটি। প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি। যেটা স্কিল, নলেজ এবং ফ্যাশন ইউনিভার্সিটি। দিদি অনেক কিছু ভাবেন। শেষে ফ্যাশন নাম যুক্ত করে দিলেন। এতে উত্তরবঙ্গ, উত্তরপূর্ব ভারত সহ এই অংশের ফ্যাশন ডেভেলপমেন্ট হবে। যারা ফ্যাশনে কাজ করেন তাঁদেরকে নিয়ে একসঙ্গে কাজ করা যাবে। কয়েক মাসের মধ্যে আমরা শিলিগুড়ির শালবাড়িতে এর কাজ শুরু করে দিতে পারব।"


Techno India Group World SchoolTIGMamata BanerjeeSatyam Roychowdhury

নানান খবর

নানান খবর

তুমুল ঝড়-বৃষ্টি, লালগোলাগামী ফাস্ট প্যাসেঞ্জারে বজ্রপাত, জ্বলে উঠল দাউদাউ করে, ভয়াবহ পরিস্থিতি

দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি, গুরুতর জখম কর্মচারী, লুঠ ৪০ লক্ষ টাকার সোনা

হাতে দু’ঘন্টা সময়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ধেয়ে আসছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট

গৃহপালিত পশুর পর অজানা কারণে সিতাইয়ে এক পরিবারের তিনজনের মৃত্যু, আতঙ্কিত গ্রাম, পরিদর্শনে স্বাস্থ্য আধিকারিক ও বিডিও

চন্দন দাস কি চা-বিস্কুট খাবে আর চলে যাবে? এসপিকে ধমক মুখ্যমন্ত্রী মমতার

বুধবার থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, রইল আবহাওয়ার বড় আপডেট

পচনশীল ও অপচনশীল আবর্জনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে আয়োজিত হল র‌্যালি

পুলিশের জালে তিন মোবাইল চোর, উদ্ধার ৭০টি ফোন

মিলবে আধুনিক পরিষেবা, রেডক্রস সঞ্জীবন হাসপাতাল উদ্বোধন করলেন মন্ত্রী শশী পাঁজা

ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাবার, ছেলেকে দিয়ে দেহাংশ তোলাল পুলিশ

বিকেল হতেই জেলায় জেলায় শুরু বৃষ্টি, চলবে কতদিন জানুন ক্লিক করে 

পাশে রাজ্য সরকার, চাকরিতে যোগ দিলেন অপহৃত উকিল বর্মণের ছেলে পরিতোষ বর্মণ

গঙ্গার পাড়ে মিটিং করতে এসে গ্রেপ্তার সাত, সাইবার প্রতারণা চক্র?‌ 

জগন্নাথ মন্দির দর্শন আরও সহজ, ৬টি ভলভো বাস উত্তরবঙ্গ থেকে আসবে দিঘায়, ‌‌জানালেন মমতা  

খুনের মামলায় জামিন পেলেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি, জামিন আরও ১২ তৃণমূল নেতা-কর্মীর

সোশ্যাল মিডিয়া